গত কয়েকদিন ধরেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছিলেন তিনি। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মেলার উদ্বোধন করতেও গিয়েছিলেন। তবে গত ৪ ডিসেম্বর সন্ধেয় আচমকাই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কামারহাটির তৃণমূল বিধায়ককে। চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেছিল এসএসকেএম কর্তৃপক্ষ।
সূত্রের খবর, গভীর রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছে তাঁকে। এই মুহূর্তে বিধায়ককে কড়া পর্য়বেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, আপাতত তিনি স্থিতিশীল আছেন। চিকিৎসকরা জানিয়েছে, নিউমোনিয়ায় ভুগছেন মদন। বৃহস্পতিবার রাতের দিকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। জ্ঞান হারান তিনি। এরপরই সিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। তাতেও শ্বাসকষ্টের সমস্যা না কমায় মন্ত্রীকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। বাইপ্যাপ হল বিশেষ একটি যন্ত্র যার মাধ্যমে ফুসফুসে বাতাস প্রবেশ করে । মুখে একটি মাস্ক পরিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে ফুসফুসে বাতাস পৌঁছলে শ্বাসকষ্টের সমস্যা কমে।