মুখ্যমন্ত্রীর আসন্ন দিল্লি সফরেই কি কাটবে বঞ্চনা জট? চলতি মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে।
সূত্রের খবর, সেসময়ই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইতে পারেন। প্রধানমন্ত্রীর সময় মিললে দুজনের বৈঠক হওয়ার সম্ভাবনা। এবং সেখানেই ফের কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানাবেন মুখ্যমন্ত্রী। কবে শ্রমিকদের নিজেদের হকের পারিশ্রমিক পাবেন, তাও জানতে চাইতে পারেন। এই সম্ভাবনার উসকে ওঠার পরই রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে, তবে কি এবারই বকেয়া জট কাটবে?
তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর গত ৬ তারিখ, বুধবার বিরোধী জোটের বৈঠকের ডাক দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে। কিন্তু সমন্বয়ের অভাবে বৈঠক বাতিল হয়। সেই বৈঠকে বিরোধীদের বেশ কয়েকজন শরিক যেতে পারবেন না বলে জানিয়ে দেন। পরবর্তী সময়ে সকলের সঙ্গে কথা বলে, দিনক্ষণ স্থির করা হবে বলে জানান শরিক নেতৃত্ব। সেই বৈঠক হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। ওই সময় বৈঠক হলে তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে সূত্রের খবর। সেসময়ই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা।