শুক্রবার (৮ ডিসেম্বর), মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জ়োরাম পিপলস মুভমেন্ট বা জ়েডপিএম দলের নেতা লালদুহোমা। এদিন আইজলে রাজভবনে, রাজ্যপাল হরি বাবু কামহামপতি, তাঁকে শপথবাক্য পাঠ করান।
বৃহস্পতিবার আইজলে প্রবল বৃষ্টি হওয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে, এদিন আবহাওয়া পরিষ্কার থাকায় সেই অনিশ্চয়তার মেঘ কেটে যায়। লালদুহোমার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও কয়েকজন বিধায়ক। ৪০ আসনের বিধানসভায় সর্বোচ্চ ১২ জন মন্ত্রী হতে পারেন। এতদিন পর্যন্ত মিজোরামে হয় কংগ্রেস নয়তে মিজো ন্যাশনাল ফ্রন্ট দলই সরকার গঠন করেছে। এই প্রথম এই দুই দলের বাইরে কোনও দল ক্ষমতায় আসল।
২০১৯ সালেই এই জোরাম পিপলস মুভমেন্ট দলের প্রতিষ্ঠা হয়েছিল। চার বছরের মধ্যেই, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চমকে দেওয়া সাফল্য পেয়েছে তারা। ৪০ আসনের বিধানসভায় ২৭টি আসনে জিতে শক্তিশালী জনমত নিয়ে ক্ষমতায় এসেছে জ়েডপিএম। ৫ ডিসেম্বর, জ়েডপিএম-এর পরিষদীয় দল, লালদুহোমাকেই তাদের দলের নেতা হিসেবে বেছে নেয়। আর কে সাপডাঙ্গাকে সবকারী নেতা হিসেবে মনোনীত করা হয়।