ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এখনও বকেয়া রয়েছে একশো দিনের বরাদ্দের টাকা। এর মধ্যেই উঠল নতুন অভিযোগ। এবার কি বাংলার আলু চাষকেও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মোদী সরকার? বিধানসভায় এমনই ইঙ্গিত দিচ্ছেন বাংলার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানিয়েছেন, রাজ্যে আলু চাষে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, এমন সার সরবরাহের ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র। আলু উৎপাদনে দেশের মধ্যে বাংলার স্থান দ্বিতীয়, অন্যদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি জমিতে আলুর চাষ হয় এ রাজ্যে। সার সরবরাহে সমস্যা হলে ধাক্কা খেতে পারে বাংলার আলু উৎপাদন।
এবিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রীর অভিযোগ, নির্দিষ্ট অনুপাতের এনপিকে সার মূলত বাংলা এবং আরও একটি রাজ্য ব্যবহার করে। দেখা যাচ্ছে, ওই সারের সরবরাহ ক্রমেই কমানো হচ্ছে। এবার তা চরমে পৌঁছে গিয়েছে। অর্থাৎ, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে মোদী সরকার। বাংলার কৃষিদফতর দিল্লীর কাছে ৫.৭৮ লক্ষ টন এনপিকে সার চেয়েছে। তবে বাংলাকে কেবল ৭৮ হাজার টন দেওয়া হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে এই সার সাড়ে ৪ লক্ষ টন পেয়েছিল রাজ্য। মোদী সরকার এই সারের উপর ভর্তুকি কমিয়ে দিয়েছে বলে জানাচ্ছেন মন্ত্রী। আগে প্রতি কেজিতে ২২ টাকা ভর্তুকি দেওয়া হত। এখন তা কমে মাত্র ২ টাকা ৩৮ পয়সায় এসে দাঁড়িয়েছে। আর তা নিয়েই সূত্রপাত হয়েছে বিতর্কের।