অদ্ভুত ঘটনার সাক্ষী রইল বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়াম। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন হাত দিয়ে বল আটকে বিতর্কের সৃষ্টি করলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তাঁকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডার’ নিয়ম অনুযায়ী আউট ঘোষণা করেন আম্পায়াররা। বাংলাদেশের ইনিংসের ৪১ নম্বর ওভারে নিউজিল্যান্ড ফাস্ট বোলার জেমিসনের বল ফরোয়ার্ড ডিফেন্স করে হাত দিয়ে ধরে ফেলেন মুশফিকুর। বলটি কোনওভাবেই উইকেটের দিকে যাচ্ছিল না। কিন্তু তিনি কী কারণে এমনটি করলেন, সেই নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেটমহলে।
উল্লেখ্য, মুশফিকুরের এই ভুল নিয়ে বিদ্রূপ করে একটি বিজ্ঞাপন দিয়েছে কলকাতা পুলিশ। যেটি একান্তভাবেই সতর্কতামূলক একটি প্রচার। আজকাল বহুক্ষেত্রেই দেখা গিয়েছে, অজানা লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে গ্রাহকদের টাকা। আর এসব থেকেই সাধারণ মানুষকে সাবধান করতে কলকাতা পুলিশ পোস্ট করছে, “লিঙ্ক হোক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল!” সঙ্গে রয়েছে মুশফিকুরের বল ধরার সেই মুহূর্তের ছবি। দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে এই মিম-বার্তাটি।