সকালে দিল্লির সংসদ চত্বরে শুরু হয়েছিল ‘ঠুমকা’ মন্তব্য নিয়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। বেলা গড়াতেই সেই বিতর্কের আঁচ পড়ল বাংলার বিধানসভাতেও। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ আনলেন তৃণমূলের মহিলা বিধায়কেরা। মন্ত্রী শশী পাঁজা বললেন, মহিলাদের বার বার অপমান করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তবে তাঁর এই মন্তব্য শোনার পরেই পাল্টা প্রতিবাদ জানান বিজেপির বিধায়কেরা। অধিবেশনের মাঝেই তীব্র তরজা শুরু হয় দু’পক্ষের মধ্যে।
তৃণমূলের অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়কে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। মঙ্গলবার কলকাতা চলচ্চিত্রোৎসবের উদ্বোধন হয়েছে। সেখানেই উপস্থিত বলিউড অতিথিদের অনুরোধে মমতার একটি সৌজন্যমূলক আচরণকে ‘ঠুমকা’ বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ।
বুধবার সকালে সংসদের অধিবেশনের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে গিরিরাজ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দুনিয়ায় রয়েছেন। বাংলায় যখন গরিবের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি হচ্ছে, তখন উনি ঠুমকা লাগাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। উচিত নয়।’ গিরিরাজের এই মন্তব্যেই চটেছে বাংলার শাসক দল। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেনে বুঝে এই অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি একজন ঘোরতর নারী বিদ্বেষী।