মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে কুমন্তব্য করেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছিলেন, গোটা বাংলা যখন দুর্নীতিতে আক্রান্ত, তখন মুখ্যমন্ত্রী মঞ্চে ‘ঠুমকা’ নাচছেন। মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর এই কুমন্তব্যের জেরে রাজ্য-রাজনীতিতে রীতিমতো ছিছিক্কার পড়ে যায়। সেই ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে গান্ধীমূর্তির নীচে প্রতিবাদে সামিল হতে চলেছেন তৃণমূলের সমস্ত মহিলা সাংসদরা। এদিন সকাল ১০.৩০ থেকেই সেই বিক্ষোভ শুরু হয়ে গেছে।
‘ঠুমকা’ নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র সমালোচনা শুরু হয়ে যায় বুধবার থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর সম্পর্কে এ ধরণের নারীবিদ্বেষী মন্তব্য নিয়ে রাজনীতির বাইরের লোকজনও সমালোচনা করেছেন।
বিক্ষোভে সামিল হয়েছেন অপরুপা পোদ্দার, মৌসম বেনজির নূর, শতাব্দী রায়, মালা রায় প্রমুখ। ঘাসফুল শিবিরের মহিলা সাংসদদের হাতে ধরা রয়েছে বিভিন্ন পোস্টার। তাতে গিরিরাজের ক্ষমা চাওয়ার দাবির পাশাপাশি মোদীর মন্ত্রীকে মহিলাদের অসম্মান করার জন্য মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিও উঠেছে।
গিরিরাজ এ ধরনের অসংলগ্ন কথা আগে বহুবার বলেছেন। তখনও সমালোচনা হয়েছে। এবারও ব্যতিক্রম ঘটেনি। তবে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধুই বিরক্তি প্রকাশ করেছেন।