আর্মেনিয়ায় অনুষ্ঠিত হল যুব বিশ্ব বক্সিং প্রতিযোগিতা। উজ্জ্বল ভারতীয় বক্সারেরা। প্রতিযোগিতায় মোট ১৭টি পদক পেল দেশ। আর্মেনিয়ায় আয়োজিত প্রতিযোগিতায় ভারতের মহিলা বক্সারেরা সোনা, রুপো ও ব্রোঞ্জ তিনটি পদকই পেয়েছেন। পুরুষ বক্সারেরা রুপো ও ব্রোঞ্জ জিতলেও সোনা জিততে পারেননি। পুরুযদের মধ্যে পদক জিতেছেন পাঁচ জন। তাঁদের ছাপিয়ে গিয়েছেন মহিলারা। প্রতিযোগিতায় পদক জিতেছেন দেশের ১২ জন মহিলা বক্সার।
উল্লেখ্য, পুরুষদের মধ্যে রুপো জিতেছেন যতীন (৫৪ কেজি), সাহিল (৭৫ কেজি), হার্দিক পানওয়ার (৮০ কেজি) ও হেমন্ত সাঙ্গোয়ান (৮০ কেজির বেশি)। ব্রোঞ্জ জিতেছেন সিকন্দর (৪৮ কেজি)। মহিলাদের মধ্যে সোনা জিতেছেন পায়েল (৪৮ কেজি), নিশা (৫২ কেজি) ও আকাঙ্ক্ষা (৭০ কেজি)। তাঁরা প্রত্যেকে জাতীয় চ্যাম্পিয়ন। দেশের পর এবার তাঁদের দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী রইল সারা বিশ্ব।