বাম আমলের থেকে রাজ্যের কৃষকদের আয় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। একই সঙ্গে সার নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও সরব হন তিনি। বলেন, দিল্লির কাছে ৫.৭৩ লক্ষ টন সার চাওয়া হয়েছিল। মিলেছে মাত্র ৭৫ হাজার টন।
গতকাল কৃষিমন্ত্রীর কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি দক্ষিণ ২৪ পরগনায় কৃষকের সংখ্যা এবং কৃষকবন্ধু ভাতা ও কৃষি পেনশন প্রাপকের সংখ্যা জানতে চান। জবাবে মন্ত্রী জানান, ওই জেলার ৭.৭৫ লক্ষ কৃষকের মধ্যে ৭.৩২ লক্ষ কৃষক কৃষিবন্ধু ভাতা পাচ্ছেন। সব মিলিয়ে ৫.৭১ লক্ষ পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। এর পরই রাজ্যে গত তিন বছর ব্যবহৃত সারের হিসাব দিয়ে এ বিষয়ে কেন্দ্রের বঞ্চনার কথা তোলেন মন্ত্রী।