যোগী আদিত্যনাথ সরকার বুধবার ক্ষমতার অপব্যবহার, কাজে অবহেলা ও দুর্নীতির অভিযোগে একাধিক আধিকারিককে বরখাস্ত করেছে। সূত্রের খবর অনুযায়ীস মুজফফরনগরের আধিকারিক অনুজ স্যাক্সেনাকে দায়িত্ব পালন না করার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়াও আরেক আধিকারিক শিবশঙ্কর প্রসাদ সিংয়ের বার্ষি বেতন বৃদ্ধি আটকে দেওয়া হয়েছে। তিনি বালিয়াতে কর্মরত ছিলেন। মিরাটে কর্মরত থাকা আরেক আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে যোগী সরকার। সূত্রের আরও খবর রাজ্য পুলিশকেও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের সঙ্গদে কথা বলার সময় নবীন কুমার নামে এক কনসলিডেশন কমিশনার জানিয়েছেন, আমরোহার এক সহকারি আধিকারিক নীতিন চৌহানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাওয়া জেলার বানি গ্রামে কাজে অনিয়মের অভিযোগে অবধেশ কুমার গুপ্তা, সন্তোষ কুমার যাদব এবং অখিলেশ কুমারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
লেখপালের কনসলিডেশন আধিকারিক ওম নারায়ণকে বরখাস্ত করা হয়েছে। নবীন কুমার আরও জানিয়েছেন, রাজ্যের সব কনসলিডেশন অফিসারকে নিজেদের অফিসিয়াল দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।