ফের বড়সড় অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি। এবার জনৈক তরুণীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রীতম রায় (৩২)। তার বাড়ি বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার এলাকায়। সে নিজেকে ১০ নম্বর ওয়ার্ডের বিজেপির সভাপতি হিসেবেই পরিচয় দেয়। সূত্রের খবর, সোশাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে এক তরুণীর আলাপ হয়। পরে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই তরুণীকে যুবক বাড়িতে ডাকে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে নির্যাতিতা এবিষয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তড়িঘড়ি গ্রেফতার করে প্রীতমকে।
উল্লেখ্য, এদিনই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা ও বারাসত আদালতে গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে শাসকদল তৃণমূল। “প্রীতম নিজেকে ওয়ার্ডের বিজেপির সভাপতি হিসেবেই পরিচয় দিত। সক্রিয় ভাবেই ওয়ার্ডে বিজেপি করত। দলের কর্মসূচিতেও তাকে দেখা যেত। ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে শুনছি। আসলে বিজেপির নেতাকর্মীরা মহিলাদের সন্মান করে না। এটাই বিজেপির সংস্কৃতি”, জানিয়েছেন বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর দেবব্রত পাল।