জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। জয়ের ধারা অব্যাহত রাখল আর্সেনাল। প্রসঙ্গত, গত মরসুমেও খেতাবি দৌড়ে ছিল গানার্সরা। কিন্তু শেষে লিগ হাতছাড়া হয় তাদের। সেই হতাশা কাটিয়ে ফের আগ্রাসী মেজাজেই ইংলিশ প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছে আর্সেনাল। সোমবার মিকেল আর্তেতার দল রুদ্ধশ্বাস ম্যাচে ৪-৩ গোলে হারিয়েছে লুটন টাউনকে। ডেক্লান রাইসের গোলে জয় আসে ম্যাচের অন্তিম লগ্নে। সোমবারের জয়ের সুবাদে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে আর্সেনাল। দুই নম্বরে রয়েছে লিভারপুল। সোমবারের ম্যাচে ২০ মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। পাঁচ মিনিটের মধ্যে সমতা ফেরান গ্যাব্রিয়েল ওশো। বিরতির আগে আর্সেনালকে ফের এগিয়ে দেন গাব্রিয়েল জেসুস। কিন্তু দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হতেই এলিজ়া আদেবায়োর গোলে ফের সমতায় ফিরে আসে লুটন সিটি।
এরপর ম্যাচের ৫৭ মিনিটে রস বার্কলির গোলে আর্সেনাল এর পরে পিছিয়ে পড়ে। চাপ সামলে ৬০ মিনিটে সমতা ফেরায় আর্সেনাল। গোলদাতা কাই হাভার্ৎজ। সংযুক্ত সময়ে রাইসের গোলে আসে জয়। ম্যাচের পরে উল্লসিত আর্সেনাল ম্যানেজার আর্তেতা বলেন, ‘‘এই রাত স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। এই জয় বুঝিয়ে দিয়েছে, মানসিক ভাবে আর্সেনাল কতটা দৃঢ়।’’ তবে তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন, তাঁর দলের ফুটবলের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির তুলনা করা অর্থহীন। আর্তেতা বলেছেন, ‘‘ম্যান সিটি একটা দর্শন মেনে ফুটবল খেলে। আমি কাউকে অনুকরণ করতে চাই না। ফুটবলারদের বলেছি, খেতাবি লড়াইয়ে থাকতে হলে ওদের কী করতে হবে। সেটাই লুটন সিটির বিরুদ্ধে দেখা গিয়েছে।’’ উল্লেখ্য, এই বছর শেষ হওয়ার আগে আর্সেনালকে খেলতে হবে অ্যাস্টন ভিলা, ব্রাইটন, লিভারপুল, ওয়েস্ট হ্যাম এবং ফুলহ্যামের বিরুদ্ধে। ‘‘নিজেদের খেলার ছন্দে কোনও পরিবর্তন করা যাবে না। সেটা পাল্টে গেলেই বিপদ হতে পারে। সেটা ফুটবলারদের বলে দিয়েছি’’, জানিয়েছেন কোচ আর্তেতা।