মোদী জমানায় দেশে যেমন ঋণখেলাপির সংখ্যা বাড়ছে, তেমনই ঋণ মকুবের পরিমাণও লাফিয়ে লাফিয়ে বাড়াচ্ছে মোদী সরকার। গত পাঁচ বছরে ১০ লক্ষ ৬০ হাজার কোটির কর্পোরেট লোন মকুব করেছে তারা। সংসদে এই পরিসংখ্যান জানিয়েছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণই। পুরো অঙ্কটাই শিল্পপতিদের ঋণ। ৫ কোটি বা তার বেশি ঋণ রয়েছে এমন ২ হাজার ৩০০ জন শিল্পপতির ঋণ মোদী সরকার মকুব করেছে। যদিও অর্থমন্ত্রী এঁদের পরিচয় সংসদে প্রকাশ করেননি। আর এতেই বাড়ছে বিতর্ক।
প্রসঙ্গত, মোদী সরকারের সাফাই, ঋণ মকুবের ফলে ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি ভাল হচ্ছে এবং এনপিএ কমছে। উন্নত দেশগুলির তুলনায় ভারতের আর্থিক অবস্থা ভাল হচ্ছে, এমনটাই দাবি নির্মলার। মঙ্গলবার তিনি জানান, ২০২৩ সালের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের ৩৩ হাজার ৮০১ কোটি টাকা আদায় হয়েছে। কিন্তু এই অঙ্কটা একেবারেই নগণ্য। মার্চ পর্যন্ত না মেটানো ঋণের পরিমাণ ৩ লক্ষ ৫৩ হাজার ৮৭৪ কোটি টাকা। এক বছর আগে যা ছিল ৩ লক্ষ ৪ হাজার কোটি। এক বছরে ইচ্ছাকৃত ঋণখেলাপি বেড়েছে ৫০ হাজার কোটি টাকার। স্টেট ব্যাঙ্কেই মোট ইচ্ছাকৃত ঋণখেলাপি অ্যাকাউন্টে বকেয়া প্রায় ৮০ হাজার কোটি টাকা। তবে কোন কোন শিল্পপতির ঋণ মকুব করেছে কেন্দ্র, তা নিয়ে মুখে কুলুপ নির্মলার।