অতিসম্প্রতিই প্রকাশিত হয়েছে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল। তিন রাজ্যে শোচনীয় ফল করেছে কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনের আগে যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে তাদের। এমতাবস্থায় ‘ইন্ডিয়া’ জোটকে শক্তিশালী করতে নতুন স্ট্র্যাটেজি তুলে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলছেন, যারা ইন্ডিয়া জোটের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে পারে, তাদের শনাক্ত করতে হবে। এবং তারা যদি ইন্ডিয়া জোটের মধ্যে থাকে, তাহলে বের করে দিতে হবে। মমতা স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট যে ফর্মুলায় আসন সমঝোতা করবে, তা মেনে চলবে তৃণমূল। চার রাজ্যের ভোটে কংগ্রেসের ভরাডুবি নিয়ে মমতা আগেই বলে দিয়েছিলেন, এটা বিজেপির জয় নয়। কংগ্রেসের পরাজয়। ভোট কাটাকাটির অঙ্কে জিতেছে বিজেপি। এদিন কলকাতায় তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও একবার সে কথা মনে করিয়ে দেন। মমতা দাবি করেন, ইন্ডিয়া জোট যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করে, তাহলে বিজেপিকে হারানো যাবে। সেজন্য আরও শক্তিশালী করতে হবে ইন্ডিয়া জোটকে।
এদিন সংহতি দিবসের সমাবেশে তৃণমূল নেত্রীর বার্তা, “বিজেপিকে কোনও ভোট নয়। ওরা বিভেদের রাজনীতি করে। ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে হবে। সকলকে একজোট করে লড়তে হবে। ঐক্যবদ্ধভাবে লড়লে আমরাই জিতব।” মমতা বলেন, “৩ রাজ্যের ফল আসলে বিজেপির জয় নয়। কংগ্রেসের পরাজয়। ভোট কাটাকাটিতে জিতেছে বিজেপি। যারা ইন্ডিয়ার মধ্যে থেকে ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে, তাঁদের শনাক্ত করতে হবে। সিপিএম যেমন বিজেপির সঙ্গে জোট করেছে। ওদের একটাও ভোট নয়।” এদিন তৃণমূল নেত্রীর মুখে ফের শোনা গিয়েছ ‘খেলা হবে’ স্লোগান। মমতা বলেন, “২০২৪-এ আবার খেলা হবে।” সেই সঙ্গে মমতা পরিষ্কার করে দিয়েছেন, আসন্ন ২৪-এর লোকসভা নির্বাচনে জোটের আসন ফর্মুলা মেনেই লড়াই করবে ঘাসফুল শিবির।