ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। এ নিয়ে শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘তামিলনাড়ুর ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে ১৬ জন মানুষের প্রাণ যায় এবং সার্বিকভাবে অনেকটাই ক্ষতি হয়েছে। আমি মর্মাহত। আমার ভ্রাতৃসম মুখ্যমন্ত্রী স্ট্যালিন দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে বীরত্বের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন এবং আমি তাঁকে এবং চেন্নাই ও তামিলনাড়ুর দুঃস্থ মানুষদের প্রতি আমার সংহতি ও সমর্থন জানাচ্ছি।’
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম। কমপক্ষে ৩ ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলে। সেই সময় ঝড়ের গতি ছিল ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ঘূর্ণিঝড়ের ফলে চেন্নাই-সহ বেশ কয়েকটি জেলা জুড়ে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হয়েছে। জলের তলায় রয়েছে তামিলনাড়ুর বিশাল অংশ। ভারতীয় নৌসেনা ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষদের উদ্ধার করতে নৌকা নামিয়েছে। বেশ কিছু জায়গায়, বাসিন্দাদের জন্য খাবারের প্যাকেট, পানীয় জলও বিতরণ করা হয়েছে। বড় বড় পাম্প লাগিয়ে জল নামানোর কাজ চলছে।