বিতর্কের কেন্দ্রে মোদী সরকারের মন্ত্রী গিরিরাজ সিংহ। মঙ্গলবার ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করলেন তিনি। আর এরপরই বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পালটা সপাট জবাব দিয়েছেন মমতা। প্রতিবাদে সরব শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যরাও। গিরিরাজ সিংহ বলেছিলেন, “গোটা বাংলা দুর্নীতিতে যুক্ত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত। আর মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন।” আর তাঁর এহেন কথায় বিশেষ গুরুত্ব দিতে নারাজ মমতা।
এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে বেরনোর সময় পালটা জবাবে তিনি বলেন, “আমি নাচতে পারি না। আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলাই ওদের উৎসাহিত করতে।” মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণের প্রতিবাদে সরব শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন-সহ প্রায় সকলেই। “এই ধরনের অপমানজনক কথার জবাব দিতে রুচিতে বাধে”, বলেই জানান চন্দ্রিমা ভট্টাচার্য। “এটা বিজেপির নারী বিদ্বেষী মানসিকতার আরও একটি নমুনা”, স্পষ্ট জানিয়েছেন রাজ্যের আর এক মন্ত্রী শশী পাঁজা।