৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে থাকছে বিরাট চমক। কারণ প্রত্যেকবারের মতো এবারেও একঝাঁক তারকা তো থাকছেনই, তবে ২৯ তম চলচ্চিত্র উৎসবে মমতার আমন্ত্রণে উৎসবে যোগ দিচ্ছেন সলমান খানও। মঙ্গলবার সকালেই তিলোত্তমায় পা রেখেছেন ভাইজান। বিমানবন্দরে পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হয়েছেন তিনি। সলমানের আগমনেই খুশির হাওয়া ভক্তমহলে। সিনে উৎসবে তাঁর বক্তৃতার লাইভ টেলিকাস্ট দেখতে মুখিয়ে রয়েছে অগুণতি অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কলকাতা বিমানবন্দরে ভাইজানের আবির্ভাবের মুহূর্ত ভাইরাল নেটপাড়ায়।
শহর কলকাতায় যেন উৎসব শেষ হয়েও হইল না শেষের মতো। ৫ ডিসেম্বর মঙ্গলবার থেকেই কলকাতা মেতে উঠেছে নয়া উন্মাদনায়। আলোর রোশনাইতে সেজে উঠেছে নন্দন চত্ত্বর। দেশ-বিদেশের নানা ধরণের সিনেমা দেখতে নন্দন প্রাঙ্গণে ভিড় জমায় সিনেপ্রেমীরা। চলতি বছরেও যে সেই একই ছবি দেখা যাবে সে কথা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান বরাবরই সকলের নজর কাড়ে। টলিউডের একঝাঁক তারকার সমাবেশ তো ঘটেই। সেই সঙ্গে মঞ্চ আলোকিত করেন বলিউড সেলিব্রিটিরা। শাহরুখ-অমিতাভ-কাজল-রানি সহ একাধিক স্টারের মিলন ঘটে এক ছাদের নীচে। যদিও চলতি বছরের সিনে উৎসবে আসছেন না অমিতাভ-শাহরুখ। তবে এবারের বড় চমক ভাইজান ইতিমধ্যেই শহরে হাজির।
কয়েক মাসই আগে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ গিতে এসেছিলেন সলমান খান। তখন তিনি কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তাঁদের দীর্ঘক্ষণ কথাবার্তাও হয়। সলমানকে তখনই মুখ্যমন্ত্রী এবছর চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রন জানিয়েছিলেন।
তাই মুখ্যমন্ত্রীর কথা রাখতেই শীতের সকালে শহরে সলমান। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুধু সলমানই চমক নয়, দোসর সংগীতশিল্পী অরিজিৎ সিং। সিনে উৎসবের থিম সং রয়েছে অরিজিতের কণ্ঠে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রথমবার কোনও উৎসবের উদ্বোধনী সংগীত গাইলেন অরিজিৎ।