এবারও দেশের সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। এ নিয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘কলকাতা সব থেকে নিরাপদ শহর। অপরাধের সংখ্যাটা কমেছে। কলকাতা নিজস্ব রেকর্ড শোধরাছে। রাজনৈতিকভাবে যাঁরা তৃণমূলের বিরোধিতা করছে এবং কলকাতাকে কালিমালিপ্ত করছে, তাঁদের ক্ষমতায় থাকা শহর সব থেকে খারাপ অবস্থায় রয়েছে অপরাধের ক্ষেত্রে।’
শশী আরও বলেন, ‘দিল্লির আইনশৃঙ্খলা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নারী সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভাল জায়গায় কলকাতা। উত্তরপ্রদেশে বুলডোজার চলল তবুও অপরাধ কমল না। একশো দিনের কাজের ক্ষেত্রে সবচেয়ে ভাল কাজ করেছে বাংলা, কিন্তু সেই টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যারা বহু বেটিদের নিয়ে প্রকল্পের কথা বলেন, তাদের এটা দেখা উচিত।’
প্রসঙ্গত, যেসব শহরে প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষে বাস, সেই সব শহরগুলির মধ্যে কলকাতাতেই প্রতি লক্ষাধিক মানুষের ক্ষেত্রে সবথেকে কম বিবেচনাযোগ্য অপরাধের রেকর্ড পাওয়া গিয়েছে। এমনটাই জানা গিয়েছে, ২০২২ সালের জন্য সাম্প্রতিক কালে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র প্রতিবেদন থেকে। উল্লেখ্য, টানা তিন বছর ধরে কলকাতা এই স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।