নবজোয়ার কর্মসূচিতে আলিপুরদুয়ারে এসে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করেছিলেন তিনি। দিয়েছিলেন বঞ্চিত শ্রমিকদের প্রতিশ্রুতিও। এবার সেই মতোই ১০০ দিনের কাজের টাকা না পাওয়া শ্রমিকদের বকেয়া মজুরি মেটালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার তার পাঠানো নগদ টাকা ভারত ভুটান সীমান্তের কালচিনি ব্লক ও কুমারগ্রাম ব্লকের শেষ প্রান্তে গিয়ে একশো দিনের শ্রমিকদের হাতে তুলে দিলেন, তারই দূত জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। এই মহৎ কাজে কালচিনিতে গঙ্গাপ্রসাদকে সঙ্গ দেন কালচিনি ব্লক তৃণমূল সভাপতি বীরেন্দ্র ওঁরাও এবং কুমারগ্রামে ছিলেন কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়।
নবজোয়ার কর্মসূচিতে আলিপুরদুয়ার জেলায় এসে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধে তিনি আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। এরপর সারা দেশকে চমকে দিয়ে হাজার হাজার ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে দেশের রাজধানী দিল্লিতে আন্দোলন সংঘটিত করেন তিনি। যে আন্দোলনের ফলে অনেকটাই ব্যাকফুটে চলে যায় কেন্দ্র সরকার।
এর পর অভিষেক ঘোষণা করেন, যাঁরা দিল্লিতে আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁদের প্রত্যেককে তিনি নিজের বেতন থেকে বকেয়া মজুরি মিটিয়ে দেবেন। যেমন কথা তেমন কাজ। সোমবার আলিপুরদুয়ারের বেশ কয়েকজন শ্রমিক অভিষেকের পাঠানো নগদ টাকা হাতে পান। কোচবিহার ১ ব্লক ও তুফানগঞ্জ-সহ জেলায় প্রথম ধাপে প্রায় দশজনকে আর্থিক সাহায্য করা হয়েছে৷ তাঁদের হাতে চেক তুলে দেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন।