শিল্পের জন্য এক টাকায় দেওয়া হবে ৩৫০ একর জমি। সোমবার সাত মিনিটের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল। ওই বিষয়টির পাশাপাশি শিল্প ও শিক্ষার জন্য সরকারের খাসজমি ব্যবহারের অনুমতি প্রদানের সিদ্ধান্তও নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। সেইসঙ্গে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্ত্রিসভার সংক্ষিপ্ত বৈঠকে আলোচনা করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব এসেছে, সেটার বাস্তবায়নের জন্য জমির প্রয়োজন। জমি পাওয়ার ক্ষেত্রে যাতে বিনিয়োগকারীদের কোনওরকম সমস্যার মুখে পড়তে না হয়, সেজন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে পশ্চিম মেদিনীপুরে এক টাকায় ৩৫০ একর জমি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সূত্রের খবর, ৯৯ বছরের লিজে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে সেই জমি দেওয়া হচ্ছে। যে জমি শুধুমাত্র শিল্প সংক্রান্ত কাজেই ব্যবহার করা যাবে বলে রাজ্যের মন্ত্রিসভার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে ওই জমিতে কোন শিল্প গড়ে তোলা হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
শিল্পের জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের হাতে থাকা যে যে জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেগুলি শিল্পের কাজে ব্যবহারের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শিল্পের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও ওইসব জমি ব্যবহার করা যাবে।
এমনিতে এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান যে এবারের সম্মেলনে ৩.৭৬ লাখ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। পশ্চিমঙ্গে আরও ২০,০০০ কোটি টাকা লগ্নির আশ্বাস দিয়েছেন রিলায়েন্সের মুকেশ আম্বানি। বিনিয়োগের আশ্বাস দিয়েছে আইটিসি, নারায়ণা হেলথ, জেকে পেপার, অম্বুজা নেওটিয়ার মতো সংস্থা।