বড়সড় বিপাকে পড়লেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার উঠল পরনের টি শার্টে মমতা বন্দ্যোপাধ্যাকে কুরুচিকর আক্রমণের অভিযোগ। শুভেন্দুর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ময়দান ও হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে এফআইআর। রবিবারই শুভেন্দু রাজ্য বিধানসভা চত্বরে লাড্ডু বিলির কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী সোমবার দুপুরে বিধানসভা চত্বরে লাড্ডু বিতরণ করা হয়। বিজয় মিছিলও করে শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি বিধায়ক। সকলের গায়ে ছিল ‘মমতা চোর’ লেখা টি শার্ট।
প্রসঙ্গত, এদিন বিধানসভা থেকে মিছিল করে রেড রোডে ধরনা মঞ্চে যান বিজেপি বিধায়করা। সেখানেও তাঁদের পরনে ছিল ওই বিতর্কিত টি শার্ট। সোমবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের তরফে ময়দান ও হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠিতে তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর ও অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে। সেই কারণে দ্রুত পদক্ষেপের আরজি জানিয়েছেন চন্দ্রিমা।