লোকসভা নির্বাচনের আগে এবার শিক্ষা প্রতিষ্ঠানেও মোদীর প্রচার! ছাত্র-ছাত্রী থেকে অধ্যাপকদের সেলফি তুলতে হবে প্রধানমন্ত্রী সঙ্গে! তবে সরাসরি তাঁর কাছে গিয়ে সেলফি তুলতে হবে ব্যাপারটা তেমন নয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোদীর নানা ভঙ্গিমায় ছবি থাকবে কলেজ বিশ্ববিদ্যালয়ে। সেখানেই গিয়ে ছবি তুলতে হবে। এটিই ইউজিসির নির্দেশ। তবে শুধু ছবি তুলে মোবাইলে রেখে দিলেই চলবে না। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতে হবে!
জানা গিয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে যে সেলফি পয়েন্ট থাকবে সেখানে গিয়ে ছবি তোলার নির্দেশ দিয়েছে ইউজিসি। প্রধানমন্ত্রীর ঠিক কী ধরনের কাট আউট থাকবে, থ্রি-ডি সেলফি পয়েন্ট থাকবে সেটাও বলা হয়েছে নির্দেশে। তবে বাংলার কলেজে এই ধরনের উদ্যোগ থাকবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কলেজে বিশ্ববিদ্যালয়ের মোদীর ছবি সম্বলিত সেলফি পয়েন্ট। যেখানে শুধু ছাত্র-ছাত্রীরা সেলফি তুলবেন এমনটা নয়। শিক্ষকরাও সেলফি তুলতে পারবেন। তবে কি এর মধ্যেও প্রচ্ছন্ন রাজনীতি রয়েছে? কলেজ-বিশ্ববিদ্যালয়ে সেলফি পয়েন্ট গড়ার ক্ষেত্রে যৌক্তিকতা ঠিক কী রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।