লোকসভা নির্বাচনের আগে ‘সেমিফাইনালে’ ভোটে জিতে ৩ রাজ্যে দখল করেছে বিজেপি। তবে একে বিজেপির সাফল্য হিসাবে না দেখে কংগ্রেসের ব্যর্থতা বলেই মনে করছেন রাজ্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার দুপুরে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘তিন রাজ্যে এটা যত না বিজেপির সাফল্য, তার চেয়ে বেশি কংগ্রেসের ব্যর্থতা। ভিন রাজ্যে জিততেও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলি নকল করেছে অন্য দল। তবে লোকসভা ভোটে এর প্রভাব পড়বে না। মিলিত ইন্ডিয়া জোটের প্রভাব থাকবে। আর দেশে বিজেপিকে হারানোর লড়াইতে নেতৃত্ব দেওয়ার দল তৃণমূল।’
কংগ্রেসের ভূমিকা শুধু নয়, দুর্বলতাও তুলে ধরা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই জয়-পরাজয়ের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে কুণাল বলেন, ‘তিনটি রাজ্যে বিজেপি কংগ্রেসকে পরাজিত করে সরকার গড়ার দিকে যাচ্ছে। একটি রাজ্যে যেখানে অন্য একটি দল ক্ষমতায় ছিল তাদের হারিয়ে কংগ্রেসের জেতার মতো প্রবণতা দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির জয় বিজেপির সাফল্য নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেসের যে দুর্বলতা, যে সাংগঠনিক ব্যর্থতার কথা আমরা বারবার বলছিলাম, এটা কংগ্রেসের সেই সাংগঠনিক দুর্বলতা এবং ব্যর্থতা। বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা।’