রবিবারই ৩ রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি। সোমবার হায়দ্রাবাদ থেকে কলকাতায় পা রেখেই এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরে বিমানবন্দরের সংবাদমাধ্যমের মুখোমুখি হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একাধিক বিষয়ে মুখ খুলেছেন তিনি।
প্রসঙ্গত, গতকাল তিন রাজ্যে দুর্দান্ত ফল করেছে বিজেপি। কংগ্রেসের শিকেয় জুটেছে শুধুমাত্র তেলাঙ্গানা। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘যাঁরা পরাজিত হয়েছেন, তাঁরা ভুল থেকে শিক্ষা নিতে পারেন। ভুল সংশোধন ও পর্যালোচনা করেন তাঁরা নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে এই ফলের প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে কি না, সেটা মানুষ সিদ্ধান্ত নেবে। তবে আমাদের কাছে সময় খুব কম। সময় অপচয় না করে একসঙ্গে কাজ করা উচিত। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী হবে, তা আমরা ঠিক করার কেউ নই। কার কী ভবিষ্যৎ, সেটা মানুষ ঠিক করবে। ইন্ডিয়া জোটের বৈঠকে নেত্রী যাকে পাঠাবেন, তিনি যাবে।’
দেশের শতাব্দীপ্রাচীন দলকে নিয়ে, মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে প্রতিভাবানদের কোণঠাসা করে কোনও পক্ষ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়ে বলে এই ফল হয়েছে। ছ’মাস বা এক বছর আগে এই ভুল সংশোধন করা হলে এই ফল হত না। খুব অল্প ব্যবধানে হেরেছে কংগ্রেস। প্রতিভাকে কোনও দিন গায়ের জোরে বা চক্রান্ত করে আটকানো যায় না। দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করলে পতন অবশ্যম্ভাবী।