এবার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের পদত্যাগের দাবিতে সরব অখিল ভারত হিন্দু মহাসভা! হিন্দুত্ববাদী সংগঠনটির বক্তব্য, মতুয়ারা যদি এদেশের নাগরিক না হন, তাহলে শান্তনু ঠাকুরের পদত্যাগ করা উচিত। কারণ, মতুয়াদের ভোটেই নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসেই এমন দাবি করেছেম অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যরা। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার প্রতিটি কেন্দ্রে তারা প্রার্থী দেবে বলেও জানিয়েছে এই হিন্দুত্ববাদী সংগঠনটি।
সংগঠনের রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর মতে, মতুয়ারা এদেশের নাগরিক না হলে, তাঁদের ভোট নিয়ে যে সকল সাংসদ, বিধায়ক জিতেছেন, তাঁদের জয়ও অবৈধ। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের পদত্যাগ করা উচিত। গতকাল ঠাকুরবাড়ি থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করে অখিল ভারত হিন্দু মহাসভা। তাদের বক্তব্য, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, ক্ষমতায় এসে বিজেপি তা রাখতে পারেনি। মতুয়া-সহ সমস্ত সনাতনী মানুষের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে জন আন্দোলনের কথাও ঘোষণা করেছে তারা।