সমমনা দলগুলির সঙ্গে জোট গঠন না কারণেই হার হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে। এর জন্য তিনি হাত শিবিরের ‘একগুঁয়ে’ মনোভাবকেই দায়ী করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
কেরলের পালাক্কাদ জেলার চিত্তুরে একটি অনুষ্ঠানের বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেইখানেই তিনি এই মন্তব্য করেন। বিজয়ন বলেন, ‘বিজেপির বিরুদ্ধে এই রাজ্যগুলিতে ঐক্যবদ্ধ লড়াই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই ধারণার বিপরীতে গিয়ে তারা (কংগ্রেস) ভেবেছিল যে তারা নির্বাচন জিতে গিয়েছে। কোনও বড় শক্তি তাদের মুখোমুখী হতে পারবে না। আর এটাই হল তিনরাজ্যে হারের কারণ।’
এই প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট না করার প্রসঙ্গ তুলে বলেন মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস অঙ্ক কষেছিল মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপিকে প্রবল ধাক্কার সম্মুখীন হতে হবে। আর এটি মাথায় রেখে কংগ্রেস আর অন্য দলগুলির সঙ্গে জোটের রাস্তায় হাঁটেনি। সমাজবাদী দলের ক্ষেত্রে দলের তাদের অবস্থান দেখুন, কংগ্রেস ঘোষণা করেছিল, মধ্যপ্রদেশে কোনও জোট করবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অখিলেশ যাদব তার প্রতিক্রিয়া জানিয়েছেন।’
মধ্যপ্রদেশে ভোটে হারার কারণ হিসাবে তিনি, সরকারের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে লড়াই না করার জন্য কংগ্রেসে দিকে আঙুল তুলেছে। তিনি বলেন, ‘কংগ্রেসের প্রবীণ নেতা কমল নাথের প্রচারের ধরন দেখে মনে হয়েছে তারা যেন বিজেপির ‘বি’ দল।’