বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা বন্ধ হয়েছিল। তবে বিশ্বভারতী থেকে বিদ্যুৎ-বিদায়ের পরই এবছর পৌষমেলার আয়োজনের তোড়জোড় শুরু হয়। যদিও পরিকাঠামোগত প্রস্তুতি সেরে আদৌ মেলা করা সম্ভব কি না, তা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ চিন্তায় ছিল। শুক্রবার কর্মসমিতির বৈঠকে মেলা করার পক্ষেই মত প্রকাশ করলেন সবাই। ফলে সময়ের অভাবে ছোট করে হলেও পৌষমেলা হবে। এখন অপেক্ষা শুধু ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের অনুমতি। বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে মেলা প্রসঙ্গেই দীর্ঘক্ষণ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতীর কর্মসমিতির সদস্যরা।
ভারপ্রাপ্ত উপাচার্য, রাজ্যপালের নমিনি, রেজিস্ট্রার-সহ বিভিন্ন বিভাগের ৪ জন অধ্যক্ষ-সহ ৮ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। দু’জন সদস্য সরাসরি উপস্থিত না থাকলেও অনলাইনে বৈঠকে অংশ নেন। বৈঠকে মেলা করার প্রশ্নে সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে কর্মসমিতির অধিকাংশই। তবে হাতে সময় কম থাকার বিষয়টি নিয়েও আলোচনা হয়। ঠিক হয়, পরিবেশ আদালত থেকে নতুন নির্দেশিকা পাওয়ার পরই তড়িঘড়ি মেলার প্রস্তুতি শুরু করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠক করা হবে রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গেও। বিশ্বভারতীর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কর্মসমিতির বৈঠক ইতিবাচক। সকলেই পৌষমেলা নিয়ে আশাবাদী। তবে পরিবেশ আদালতের কিছু নিয়মবিধি রয়েছে। নির্দেশিকা মিললেই ছোট করে হলেও মেলার প্রস্তাব নেওয়া হয়েছে।’