উত্তরপ্রদেশের আর এক ঐতিহাসিক শহর ফিরোজাবাদের নাম বদলের প্রস্তাব পাশ হল পুরনিগমের বৈঠকে। প্রাচীন শহরটির নতুন নাম হবে চন্দ্রনগর। যোগী আদিত্যনাথ সরকারের সবুজ সংকেত পেয়েই পুরনিগম ফিরোজাবাদের নাম বদলের প্রস্তাব পাশ করিয়েছে বলে খবর।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগে যোগী সরকার বেশ বেশ কয়েকটি শহর, জেলার ‘মুসলিম’ নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। মেরুকরণ অস্ত্রে শান দিতেই এই ভাবনা বলে খবর।
দিন পনেরো আগে উত্তরপ্রদেশের আর এক ঐতিহাসিক শহর আলিগড়ের নাম বদলের প্রস্তাব পাশ করিয়েছে স্থানীয় পুরনিগম। প্রাচীন শহরটির নাম বদলে হরিগড় রাখা হবে। শহরের মেয়র প্রশান্ত সিংঘলের দাবি, সব কাউন্সিলর এই প্রস্তাবে সায় দিয়েছেন। একই দাবি করেছেন ফিরোজাবাদের মেয়র কামিনী রাঠোরও।
গেরুয়া শিবিরের দাবি, ফিরোজাবাদের আদি নাম চন্দ্রনগর। রাজা চন্দ্রসেনের অধীনে ছিল শহরটি। মোঘল আমলে সেনা প্রধান ফিরোজ শাহ পরাজিত করেন চন্দ্রসেনকে। তারপর শহরের নাম বদলে দেওয়া হয়।