মোদী সরকার সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করালেও এখনই তার বাস্তবায়ন হবে না। এই পরিস্থিতিতে আগামী ১০ বছরের মধ্যে ৫০ শতাংশ মহিলাকে মুখ্যমন্ত্রী হিসাবে কুর্সি দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী। এই লক্ষ্যে এখন থেকেই তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা।
শুক্রবার কেরালা মহিলা কংগ্রেসের সম্মেলন ‘উৎসাহ’-র উদ্বোধন করে এই বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাহুল। ওয়ানাডের সাংসদ বলেন, ‘আমাদের দলে অনেক মহিলা নেত্রী রয়েছেন যাঁরা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যেসব গুণ প্রয়োজন তা তাঁদের মধ্যে রয়েছে। আগে আমি আলোচনা করছিলাম যে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত। এখন আমি ভেবেছি যে কংগ্রেসের জন্য ভাল লক্ষ্য হবে আজ থেকে ১০ বছরে ৫০ শতাংশ মহিলাকে মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত করা। তাহলেই আমাদের লক্ষ্য পূরণ হবে। আজ আমাদের একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই।’