এ কথা সর্বজনগ্রাহ্য, আন্তর্জাতিক আঙিনায় ভারতের তুলনায় পাকিস্তানের ভাবমূর্তি অত্যন্ত খারাপ। কিন্তু এবার ইউনেস্কোর নির্বাচনে যে ছবিটা ধরা পড়ল তাতে বেজায় অস্বস্তি পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা তাঁর সরকার। রাষ্ট্রসংঘের এই সংগঠনের এক্সিকিউটিভ বোর্ডের সহ সভাপতি নির্বাচনে পাকিস্তানের কাছে বিপুল ভোটে হারল ভারত!
জানা গিয়েছে, মোট ৫৮টি সদস্য দেশের মধ্যে ভোটদান থেকে বিরত ছিল দুটি দেশ। বাকি ৫৬টি দেশের মধ্যে পাকিস্তান পেয়েছে ৩৮ ভোট। ভারত মাত্র ১৮টি। উল্লেখ্য, ভারত ২০২১ সালে এই বোর্ডে নির্বাচিত হয়েছিল। যার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। অন্যদিকে, পাকিস্তান এই বছরই বোর্ড সদস্যপদ পেয়েছে। যা শেষ হবে ২০২৭ সালে। এবং প্রথম বছরেই ভারতকে হারিয়ে দেওয়ার বিষয়টি অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের।
দক্ষিণ গোলার্ধের বিশেষ করে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার নিম্ন ও মধ্য উপার্জনের দেশগুলিকে ডাকা হয় ‘গ্লোবাল সাউথ’ নামে। ভারত বরাবরই নিজেদের যার ‘কণ্ঠস্বর’ বলে মনে করেছে। কিন্তু গোপন ব্যালটের ফলাফল অন্য অঙ্ককে তুলে ধরছে বলে মত বিশেষজ্ঞদের। পাকিস্তান যেখানে ৩৮টি দেশের সমর্থন পেল, সেখানে মোদীর ভারত পেয়েছে মাত্র ১৮টি দেশের সমর্থন। যা পরিষ্কার করে দিচ্ছে অধিকাংশ দেশই ভোট দিয়েছে পাকিস্তানকে।