এবার বিধানসভায় বিক্ষোভে, অবস্থানে বিধিনিষেধ আরোপ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার থেকে লবি বা আম্বেদকর মূর্তির সামনে অনুমতি ছাড়া বিক্ষোভ দেখান যাবে না বলে কড়া নির্দেশ দিলেন তিনি। তাঁর দাবি, ‘সরকার পক্ষের সদস্যরা আমার অনুমতি দিয়ে ধরনায় বসেছিলেন। কিন্তু বিরোধী দল আমার থেকে কোনও অনুমতি নেয়নি’।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি নিয়েছিল তৃণমূল। বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধরনা বসেছিলেন দলের বিধায়ক, মন্ত্রীরা। কিন্তু দ্বিতীয় দিনে যখন সেই ধরনায় যোগ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী, তখন দুর্নীতি অভিযোগে পাল্টা বিক্ষোভে শামিল হন বিজেপির বিধায়করা। স্লোগান, পাল্টা স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধানসভায় ঢোকে পুলিশ। এরপরই কড়া অবস্থান নিতে বাধ্য হলেন স্পিকার।