২০২২-এ আইপিএলে ঝড় তুলে দিয়েছিল তাঁর আগুনে বোলিং। টি নটরাজনের পরিবর্তে খেলতে নেমে নিয়মিত ১৫০ প্লাস গতিতে বল করে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। খোদ বিরাট কোহলিও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। তবে জম্মুর সেই পেস সেনসেশন উমরান মালিক আপাতত জাতীয় দলের বৃত্তের থেকে বহু দূরে সরে গেলেন। নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের ভাবনাতেও নেই তাঁর নাম।
বৃহস্পতিবার একসঙ্গে চার-চারটে দলের ঘোষণা করেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরগামী দলের জন্য তিন ফরম্যাটে আলাদা আলাদা স্কোয়াড যেমন ঘোষণা করা হয়েছে, তেমন প্রোটিয়াজ সফরের জন্য এ দলও চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। তবে হঠাৎ করেই ৪ ধরনের স্কোয়াড থেকেই বাইরে রাখা হয়েছে উমরানকে। সিনিয়র দল তো বটেই এমনকি এ দলেও জায়গা পাননি স্পিডস্টার। এতেই রীতিমত ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় বোলার ইরফান পাঠান। বৃহস্পতিবার দল ঘোষণার পরেই ইরফান এক্সে উষ্মা প্রকাশ করে জানিয়ে দেন, ‘কয়েক মাস আগেও যে ছেলেটি ভারতের প্ৰথম একাদশে খেলতেন, তিনি এ দলে জায়গা পেতে পারতেন, এই ব্যাপারে আমি নিশ্চিত।’