বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির বিধায়কদের তলব করল লালবাজার। এ ব্যাপারে লালবাজারের তরফে চিঠি পাঠানো হয়েছে বিজেপিকে। ৪ ডিসেম্বর লালবাজারে দেখা করতে বলা হয়েছে বিজেপি বিধায়কদের।
তবে বিজেপি বিধায়করা আদৌ সেদিন লালবাজারে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিজেপি নেতৃত্বর দাবি, ‘পরিকল্পিতভাবে ফাঁসানো’ হয়েছে। অন্যদিকে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘লালবাজার থেকে চিঠি পাঠানো হয়েছে। আগামী চার তারিখ দেখা করতে বলেছে। এরপর আমরা কী করব, সেটা বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে ঠিক হবে’। একই সঙ্গে তাঁর দাবি, ‘যে ইস্যু নিয়ে চোর চোর স্লোগান তুলেছে, সেখানে হঠাৎ করে জাতীয় সংগীত গাওয়া হল, যা আমরা কেউ শুনতেই পেলাম না! আসলে কেস দেবে বলে ইচ্ছে করে পরিকল্পনা করে করা হয়েছে’।