ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা চত্বর। এবার বিজেপির ‘শুদ্ধিকরণ’ ঘিরে ছড়াল চাঞ্চল্য। আজ আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুইয়ে ফুল ছড়িয়ে, জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি পালন করেছেন বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর জন্য তিনি মার্শালকে ডেকে ভর্ৎসনা করেছেন। আম্বেদকর মূর্তির নিচে গঙ্গাজল দিয়ে ধোয়ার মতো সাহস দেখাল কী করে বিরোধীরা? বিধানসভার নিরাপত্তা নিয়ে মার্শালকে এমনই প্রশ্ন করেন তিনি। এর পরই কড়া নিয়ম জারি করেন, স্পিকারের অনুমতি ছাড়া বিধানসভা চত্বরের কোথাও দেখানো যাবে না কোনও বিক্ষোভ।
প্রসঙ্গত, শুক্রবার স্পিকার সাংবাদিক বৈঠকে বলেন, “গত দুদিনে বিরোধী দলের সদস্যরা বিধানসভায় যে আচরণ করেছেন, তা নিন্দনীয়। সরকার পক্ষের সদস্যরা আমার অনুমতি নিয়ে ধরনায় বসেছিলেন। কিন্তু বিরোধীরা কোনও অনুমতি নেননি। সিঁড়ির সামনে বসে লোকজনের চলাফেরায় বাধা, সেইসঙ্গে এমন অঙ্গভঙ্গি করছিলেন, যাতে শান্তিভঙ্গের যথেষ্ট কারণ ছিল। আজ আমি অর্ডার দিয়ে বলেছি, এই অধিবেশনের মাঝে যদি কারও ধরনায় বসতে হয়, তাহলে আমার অনুমতি নিতে হবে। নইলে কোনও বিক্ষোভ, ধরনা করা যাবে না। লবি বা আম্বেদকরের মূর্তির নিচে করতে হলে অনুমতি নিয়ে করতে হবে।” পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে তাঁর আরও নির্দেশ, কাজের সময়ের বাইরে কেউ বিধানসভায় থাকবে না। এর পর স্পিকার নিরাপত্তারক্ষীদের ডেকে নির্দেশ দেন, আম্বেদকর মূর্তির পাদদেশে যাতে কেউ না ধরনায় বসতে পারেন, তা দেখতে। পুরো চত্বরেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়।