ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। আপাতত তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে তা। আন্দামান সাগরে ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক। তবে শক্তি বাড়িয়ে পরে গতি পরিবর্তন করতে পারে। তবে এই ঘূর্ণিঝড় কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও পাকাপাকিভাবে কোনও খরব মেলেনি। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়বে না। তবে শীতের আগমনে বাধা দিল নিম্নচাপ।
জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকতে চলছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত ১০ই ডিসেম্বর পর্যন্ত শীতের আমেজ বঙ্গে জাঁকিয়ে বসার তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রার সেরম হেরফের হবে না। আগামী তিন চার দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে উত্তরবঙ্গে সমস্ত জেলায়।