ভোটের আগেই তেলেঙ্গানায় কংগ্রেসকে এগিয়ে রেখেছিল বিভিন্ন জনমত সমীক্ষা। বৃহস্পতিবার ভোট শেষের পরে প্রকাশিত একাধিক বুথ ফেরত সমীক্ষাতেও উঠে এসেছে, ওই রাজ্যে সরকার গড়ার প্রশ্নে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে কংগ্রেস। আর বুথফেরত সমীক্ষায় ক্ষমতা দখলের আঁচ পেয়েই তৎপরতা শুরু করে দিল কংগ্রেস। যেখানে ভোটগণনা শুরু হতে বাকি আরও দু’দিন।
দলের অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি শুক্রবার দাবি করেছেন, ১১৯ আসনের বিধানসভায় অন্তত ৮০টিতে জিতবেন তাঁরা। সেই সঙ্গে নয়া মন্ত্রিসভার কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন তিনি। কংগ্রেস নেতা শশী থারুরও শুক্রবার জয়ের আগাম অভিনন্দন জানিয়েছেন রেবন্তকে।
প্রদেশ কংগ্রেস সভাপতি তথা মালকাজগিরির সাংসদ রেবন্ত এবার নিজের পুরনো বিধানসভা কেন্দ্র কোডনগলের পাশাপাশি, কামারেড্ডি থেকেও প্রার্থী হয়েছেন। সেখানে হাইভোল্টেজ লড়াই চলছে তাঁর সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী কেসিআর-এর। শুক্রবার রেবন্ত বলেন, ‘বিধানসভা ভোটে আমরা তেলেঙ্গানার জনতাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তা বাস্তবায়িত করার জন্য প্রস্তাব পাশ করা হবে।’