তেলঙ্গানায় এক দফায় বিধানসভা ভোট হচ্ছে শনিবার। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টায়। ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টায়। মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ। প্রার্থীর সংখ্যা ২,২২০। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর।
ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর ভোট দিলেন তেলঙ্গানার একাধিক নেতা এবং অভিনেতা। সপরিবারে ভোট দিলেন অভিনেতা চিরঞ্জীবী। ভোট দিলেন জুনিয়র এনটিআর, অল্লু অর্জুনও। অভিনেতাদের পাশাপাশি ভোট দিলেন নেতারাও। সকাল সকাল ভোট দিলেন ক্রিকেটার-রাজনীতিক তথা তেলঙ্গানায় কংগ্রেসের প্রার্থী মহম্মদ আজহারউদ্দিন, বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি, বিআরএস নেত্রী তথা কেসিআর-কন্যা কে কবিতা।
কেসিআরের ‘হাতিয়ার’ গত ১০ বছরের নানা জনমুখী কর্মসূচি। আর তার প্রথমেই রয়েছে কৃষকদের জন্য ‘রায়তু বন্ধু যোজনা’। ওই প্রকল্পে প্রত্যেক কৃষককে প্রতি একর শস্য পিছু বছরে ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী প্রচারে গিয়ে সনিয়া জানিয়েছিলেন, ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে তেলঙ্গানার প্রতি পরিবারের গৃহকর্ত্রী পাবেন মাসে আড়াই হাজার টাকা। এ ছাড়াও আরও নানা প্রতিশ্রুতি করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে।
কেসিআরের ‘হাতিয়ার’ গত ১০ বছরের নানা জনমুখী কর্মসূচি। আর তার প্রথমেই রয়েছে কৃষকদের জন্য ‘রায়তু বন্ধু যোজনা’। ওই প্রকল্পে প্রত্যেক কৃষককে প্রতি একর শস্য পিছু বছরে ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী প্রচারে গিয়ে সনিয়া জানিয়েছিলেন, ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে তেলঙ্গানার প্রতি পরিবারের গৃহকর্ত্রী পাবেন মাসে আড়াই হাজার টাকা। এ ছাড়াও আরও নানা প্রতিশ্রুতি করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে।