আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে বাংলার তোলা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে জর্জরিত মোদী সরকার। এই পরিস্থিতিতে আত্মপক্ষ সমর্থনে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ইউপিএ জমানার চেয়ে বাংলা নাকি বেশি টাকা পেয়েছে মোদীর আমলে। যদিও শাহর দাবিকে বিভ্রান্তিকর তথ্য বলে দাবি করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।
বঞ্চনা ঘিরে কেন্দ্র-রাজ্যের সম্পর্কে টানাপোড়েন চলছে। ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের বকেয়া আদায়ে দিল্লিতে ধরনা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সংশ্লিষ্ট মন্ত্রীদের চিঠি দিয়েছেন তাঁরা। এমনকী, বঞ্চিতদেরও দিল্লিতে নিয়ে গিয়ে আন্দোলন করেছে। ধরনা দিয়েছে রাজভবনের গেটেও। তবু বকেয়া মেলেনি। ফলে চাপানউতোর চলছেই। রাজ্যের পালটা ধর্মতলায় সভা করে বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাহ।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি মানতে নারাজ তৃণমূল। দলের তরফে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ‘অমিত শাহের দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর। উনি যা হিসেব দিচ্ছেন তার ব্যাখ্য়া দিতে হলে মুদ্রাস্ফীতির কথা বলতে হয়। বক্তব্যে বঞ্চনা নিয়ে একটা শব্দ নেই। রাজ্য থেকে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে, তার টাকাও পাচ্ছে না বাংলা।’