বুধবার ধর্মতলার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েক ঘণ্টার ব্যবধানে শাহকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
শাহের উদ্দেশে কুণাল বলেন, ‘আপনার ক্ষমতা থাকলে শুভেন্দুকে গ্রেফতার করুন, তারপর আমাদের দিকে তাকিয়ে কোনও কথা বলবেন’।দুর্নীতির অভিযোগে ধৃত মন্ত্রী ও নেতাদের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ধর্মতলার সভা থেকে শাহ বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে পার্টি থেকে সাসপেন্ড করে দেখান’।
পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দুকে গ্রেফতারের চ্যালেঞ্জ ছুঁড়ে অমিত শাহের উদ্দেশে কুণাল বলেন, ‘আপনাকে কী এরা খবরও দেয় না! তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হল। এই খবরটা আপনাকে কেউ দেয় না।সুতরাং তৃণমূল কংগ্রেস জানে কখন কী করতে হয়, একটা প্রসেস চলে’।