নারদ মামলায় আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়েরা। বৃহস্পতিবার সকালেই বিচারভবনে সিবিআই আদালতে হাজিরা দেন কলকাতার বর্তমান এবং প্রাক্তন মেয়র এবং কামারহাটির তৃণমূল বিধায়ক। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সকাল থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে শাসকদলের নেতা-কাউন্সিলর-বিধায়কদের বাড়িতে সিবিআই তল্লাশিও। আদালতে ঢোকার পথে তিন জনই মন্তব্য করেন সিবিআই অভিযান নিয়ে। এমনকি, সে প্রসঙ্গে উঠে আসে বুধবার তৃণমূলের ধর্নাস্থলে বিজেপির জাতীয় সঙ্গীতের অবমাননার কথাও।
মন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদকে বৃহস্পতিবারের সিবিআই অভিযান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অমিত শাহ শহরে এসেছিলেন। তিনিই কোনও নির্দেশ দিয়ে গিয়েছেন হয়তো। কিন্তু এ সব করেও বাংলায় পায়ের তলায় মাটি পাবে না বিজেপি। ওদের সংগঠন নেই। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে টাইট করা যাবে না।’
এর পরে বিজেপির বিরুদ্ধে ওঠা জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ওই ঘটনা ঘটার সময়ে বিজেপি বিধায়কদের নেতৃত্বে শুভেন্দু অধিকারী ছিলেন বলে তৃণমূলের অভিযোগ। যে শুভেন্দু নারদ মামলাতেও একজন অভিযুক্ত। যদিও ফিরহাদ সে প্রসঙ্গে কিছু বলেননি। তিনি বলেন, ‘জাতীয় সঙ্গীতের অবমাননা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আশা করব, এ ব্যাপারে আইন আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করবে’।