বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার অভিযোগে এবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাসপেনশন প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মত হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, মঙ্গলবার সংবিধান দিবস নিয়ে পেশ হওয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়কদের প্রসঙ্গে মন্তব্য করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি মন্তব্য করেন, বিজেপির টিকিটে জয়ী অথচ, তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের স্পিকার বিজেপি বিধায়ক বলেন। তাঁর এই মন্তব্যের অংশ রেকর্ড থেকে বাদ দিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ‘সতর্ক’ করেন স্পিকার। একইসঙ্গে জানান, বিধানসভার রেকর্ড বিধায়ক যে দলের হিসেবে উল্লেখ রয়েছে তিনি সেটাই বলেন।
এহেন পরিস্থিতিতে হঠাৎ নিজের চেয়ার ছেড়ে উঠে হাতে থাকা একতাড়া কাগজ স্পিকারের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন শুভেন্দু। তেড়ে যান স্পিকারের দিকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সতর্ক করে বলেন, ‘আপনি স্পিকারের সঙ্গে এই ধরণের আচরণ করতে পারেন না।’ পাল্টা শুভেন্দু বলেন, ‘আবার করব। বেশ করব’। এর পরই অধিবেশন থেকে ওয়াক আউট করেন শুভেন্দু-সহ অন্যান্য বিজেপি বিধায়করা।
এই ঘটনায় স্পিকারের সঙ্গে অসংসদীয় ও অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসকদলের অন্যান্য বিধায়করাও তাতে সমর্থন জানান। এরপরই তৃণমূলের প্রস্তাবে সম্মত হন স্পিকার। এবং গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারিকে।