আজ ধর্মতলায় মেগা সভা বিজেপির। আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, বর্তমানে শিয়ালদা বনগাঁ রুটের যাত্রী চাপ ও ট্রেনের ভিড় রীতিমতো বেড়েই চলেছে। বারবার ট্রেন বাড়ানোর জন্য ভারতীয় রেলওয়ের কাছে দরবার করেও লাভ হয়নি। শিয়ালদা বনগাঁ রুটে ট্রেন বাড়ানোর জন্য ভাবনা এখনও বিশবাঁও জলে। অথচ, বুধবার স্টেশনে দেখা মিলল অতিরিক্ত ট্রেনের। জানা গেল, কলকাতায় বিজেপির সভায় যাওয়ার জন্য কিছু স্পেশাল ট্রেন দিয়েছে ভারতীয় রেলওয়ে। এই খবর সামনে আসতেই উঠেছে দ্বিচারিতার অভিযোগ। সরব রাজ্যের শাসকদল তৃণমূল বিজেপির সভার জন্য বুধবার বনগাঁ শিয়ালদা, শিয়ালদা নামখানা রুটে দেখা মিলল স্পেশাল ট্রেনের। স্পেশাল প্যাসেজ্ঞার ট্রেন হওয়ার কারণে এতে শুধু বিজেপি নেতা কর্মী সমর্থকেরাই সওয়ার হলেন। সেখানে সাধারণ যাত্রীদের প্রবেশাধিকার নেই।
কেবল এই রুটেই নয়, বিভিন্ন জেলা থেকে সভায় লোক আনার জন্য ভাড়া করা হয়েছে ট্রেন। মালদা থেকে শিয়ালদা, বীরভূমের মুরারই ও আসানসোল থেকেই বিজেপি কর্মীদের নিয়ে বিশেষ ট্রেন আসে শিয়ালদায়। বিজেপির সভার জন্য রেলের ব্যবস্থা নিয়ে দ্বিচারিতার প্রশ্ন তুলেছে তৃণমূল। “আমরা তো বার বার বলছি। বিজেপি সরকারি সম্পত্তির অপব্যবহার করছে। পুরো পরিকাঠামো নষ্ট করে দিচ্ছে। লোকজন হবে না, এদিকে মোটা টাকা খরচা করে ট্রেন দিচ্ছে। অন্য সময় নাকি ট্রেন পাওয়া যায় না। আমরা যখন দিল্লিতে বঞ্চিত কৃষকদের নিয়ে যাওয়ার জন্য ট্রেন বুক করেছিলাম, তখন শেষ মুহূর্তে ট্রেন বাতিল করেছিল। যাতে অসুবিধায় পড়ি। নিজেরা সরকারি সম্পত্তি নিয়ে নিজেদের মর্জি মতো চালাচ্ছে”, বক্তব্য দলের মুখপাত্র কুণাল ঘোষের।