মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ করেন, বুধবার ধর্মতলার সেই ভিক্টোরিয়া হাউজের সামনেই সভা করতে চলেছে বিজেপি। যেখানে প্রধান অতিথি বক্তব্য রাখবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই বিশেষ দিনকে টার্গেট করে আজ কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে অমিত শাহকে ৫১ হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল। বুধবার সকাল ৯টা থেকে সোশাল মিডিয়ায় প্রথমে এই চিঠি রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পোস্ট করবেন তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব। যার মধ্যে সবচেয়ে আগে পোস্ট করবেন তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ ও ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপর ধীরে ধীরে জেলা তৃণমূল যুব ও ছাত্র নেতৃত্ব শাহকে টার্গেট করে তাঁদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরবেন।
আগামীকাল বৃহষ্পতিবার সমস্ত ব্লক থেকে অমিত শাহর কাছে দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে চিঠি পাঠাবে তৃণমূল। প্রথমে সেইসব চিঠির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি ও অমিত শাহকে ট্যাগ করে পোস্ট করা হবে। এরপর সেগুলি স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির ঠিকানায় পাঠানো হবে বলে তৃণমূল সূত্রের খবর। ১০০ দিনের শ্রমিকদের পারিশ্রমিক আটকে রাখা থেকে শুরু করে আবাস যোজনার টাকা না দেওয়া, মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়েই শাহর উদ্দেশে চিঠি দেবে ঘাসফুলের যুব নেতৃত্ব। তৃণমূল ছাত্র যুবদের তরফে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বকেয়া পাওনা নিয়ে যেখানে আন্দোলন থামিয়েছিলেন, কার্যত সেখান থেকেই তাঁরা এই কর্মসূচি নিতে চলেছেন।