একদিকে যখন বঞ্চনার অভিযোগ তুলে ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মেগা সমাবেশ করছে বিজেপি। তখন অন্যদিকে সেই ‘বঞ্চনা’ অস্ত্রে শান দিয়ে পাল্টা কর্মসূচি পালন করল তৃণমূল। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বুধবার বিধানসভায় সমস্ত তৃণমূল বিধায়কের কালো পোশাক পরে আসার কথা ছিল। সেই নির্দেশ মেনে কেউ বা কালো কুর্তা পরে এসেছেন, কারও গায়ে কালো টি-শার্ট, কেউ কালো রঙের শাড়ি পরে এসেছেন। মন্ত্রী-বিধায়কদের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কালো পাড়ের শাড়ি ও কালো শাল নিয়ে প্রবেশ করেছেন বিধানসভায়।
প্রসঙ্গত, এদিন দুপুরে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহর সভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তৃতার আগে সাড়ে ৭ মিনিট করে বলার সুযোগ পাবেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সেই সভার সূচিমুখ মোটামুটি ভাবে স্পষ্টও। বাংলার শাসকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠান বিরোধিতাকে তীব্র করে তুলতে চাইছে বিজেপি। তারই মোকাবিলায় বঞ্চনার রাজনীতিতে আশ্রয় নিয়েছে তৃণমূল। এবং দুপুরে বিধানসভার ছবিতে স্পষ্ট হয়ে গেল, সেই পাল্টা আক্রমণের নেতৃত্ব দেবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।