আমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে আগেই বিজেপিকে খোঁচা দিয়েছিলেন তিনি। এবার রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পিচে ‘তুকতাক’ করে রেখেছিল বলেই বিশ্বকাপ ফাইনালে ভারত হেরেছে!
বুধবার বিধানসভায় বিধায়কদের বেতনবৃদ্ধি বিল নিয়ে আলোচনার সময় বিজেপিকে বিঁধতে গিয়ে মমতা বলেন, ‘দেশ হেরেছে বলেই দুঃখে বলছি। অস্ট্রেলিয়ান কোচ বলেছিল পিচে কী একটা করেছে, তুকতাক করে রেখেছিল বলেই ফাইনালে হেরেছে। উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই মমতা দাবি করেছিলেন, বিশ্বকাপ ফাইনাল গুজরাতে হয়েছে বলেই হেরেছে ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বদলে খেলাটা কলকাতায় হলে ভারতই জিতত। এবার আবার ‘তুকতাক’ করার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী।
ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির রং গেরুয়া করা নিয়েও এদিন ফের সরব হন মমতা। তিনি আবারও বলেন, ‘ক্রিকেট থেকে ফুটবল সব গেরুয়া করে দিচ্ছে। মেট্রো রেল গেরুয়া। গ গ করতে করতে গেরুয়া হয়ে গেছে। সুস্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করতে বলছে। না হলে টাকা বন্ধ। জমিদারি করছে মনে হচ্ছে। আমি ইচ্ছে করলে মা মাটি মানুষ ব্র্যান্ড করতে পারতাম। পার্টির রং ব্র্যান্ড করতে পারতাম। করিনি তো? সিএম স্কিম করতে পারতাম। করিনি তো।’