উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফের চেনা ছন্দে দেখা গেল ম্যাঞ্চেস্টার সিটিকে। কিছু দিন আগেই ইপিএলে লিভারপুলের কাছে আটকে গিয়েছিল তারা। আর মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে দু’গোলে পিছিয়ে পড়েও হারিয়ে দিল আরবি লাইপজিগকে। সিটি জিতেছে ৩-২ গোলে। অন্যদিকে পোর্তোকে হারিয়েছে বার্সেলোনা। তবে আটকে গিয়েছে প্যারিস সঁ জরমঁ এবং এসি মিলান। সিটির জয়ে নায়ক ফিল ফোডেন। একটি গোল করলেন, দু’টি গোল করালেন। দ্বিতীয়ার্ধে তাঁর পারফরম্যান্সই নজর কেড়ে নিল। গ্রুপে শীর্ষে থেকে সিটির পরের রাউন্ডে যাওয়া পাকা। ১৩ এবং ৩৩ মিনিটে লোইস ওপেন্ডার জোড়া গোলে ঘরের মাঠে পিছিয়ে পড়েছিল সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে তারা। ফোডেন প্রথমে ৫৪ মিনিটে আর্লিং হালান্ডকে দিয়ে গোল করান। এর পর ৭০ মিনিটে নিজে গোল করেন। শেষ দিকে ফোডেনের পাস থেকে জয়সূচক গোলটি করেন জুলিয়ান আলভারেজ।
অন্যদিকে বার্সেলোনা ঘরের মাঠে নেমেছিল পোর্তোর বিরুদ্ধে। ৩০ মিনিটে পোর্তোকে এগিয়ে দেন পেপে। দু’মিনিট পরেই অবশ্য সমতা ফেরায় বার্সেলোনা। গোল করেন হোয়াও ক্যানসেলো। ৫৭ মিনিটে জয়সূচক গোল হোয়াও ফেলিক্সের। ঘরের মাঠে অল্পের জন্যে হার বাঁচিয়েছে প্যারিস সঁ জরমঁ। গোলকিপারের ভুলে নিউক্যাসলকে এগিয়ে দিয়েছিলেন আলেকাজান্ডার ইসাক। পিএসজি একের পর এক সুযোগ নষ্ট করেছে। সমতা ফেরাতে পারেনি। ঘরের মাঠে হারের লজ্জা থেকে তাদের বাঁচান কিলিয়ান এমবাপে। সংযুক্তি সময়ে বল নিউক্যাসলের টিনো লিভ্রামেন্টোর হাতে লাগে। পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। সান সিরোয় হেরে গিয়েছে এসি মিলান। ডর্টমুন্ডকে এগিয়ে দিয়েছিলেন মার্কো রিউস। মিলানের অলিভিয়ের জিরু পেনাল্টি নষ্ট করেন। প্রথমার্ধের শেষ দিকে স্যামুয়েল চুকুয়েজে সমতা ফেরালেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে জেমি বাইনো-গিটেন্স এবং করিম আদেয়েমির গোলে জিতে যায় ডর্টমুন্ড। এটাই চ্যাম্পিয়ন্স লিগে কার্যত ‘গ্রুপ অফ ডেথ’। কোন দু’টি দল পরের রাউন্ডে যাবে, তা এখনও অনিশ্চিত।