‘যে স্কুলে কেসিআর পড়েছেন, তা কংগ্রেসের তৈরি’। এভাবেই নির্বাচনী প্রচারে কেসিআরকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুলতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। শুক্রবার (১৭ নভেম্বর) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে (কেসিআর) আক্রমণ করে রাহুল বলেন, তাঁর আমলে রাজ্যে কোন উন্নয়ন হয়নি। এমনকি কেসিআর যে স্কুলে পড়াশুনা করেছেন তাও কংগ্রেস তৈরি করেছে।
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে বলেছেন, “কেসিআর প্রশ্ন তুলেছেন কংগ্রেস গত ৬০ বছরে কী করেছে। এর একটা উদাহরণ, আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন, কংগ্রেসই সেই স্কুল তৈরি করেছে’।
রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে এসে বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য তেলেঙ্গানায় ‘জনতার সরকার’ গঠন করা। তার পরে আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করব’। তিনি কেসিআরকে আক্রমণ করে আরও বলেন, ‘তিনি এক পরিবারের রাজত্ব চান, কিন্তু আমরা পিছিয়ে পড়া, উপজাতি ও দলিতদের রাজত্ব চাই। এই কারণে আমরা রাজ্যে ক্ষমতায় এলে সংরক্ষণ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করব’।
তেলেঙ্গানায়, কংগ্রেস তার ইস্তেহারে ৪হাজার টাকা পেনশন, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার ছাড়াও শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইস্তেহারটি প্রকাশ করেন। ৪২ পৃষ্ঠার ইস্তেহারে রয়েছে ৬টি গ্যারান্টি। ক্ষমতায় এলে কৃষকদের দুলাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুবেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে।