দেশজুড়ে মোদী সরকার তথা শাসকদল বিজেপির বিরুদ্ধে আন্দোলন আরও দৃঢ় করতে চলেছেন কৃষকরা। আগামী ২৬শে নভেম্বর কেন্দ্রের নীতির বিরোধিতা করে দেশের সব রাজ্যের রাজভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।
পাশাপাশি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনে সরাসরি কোনও দলকেই সমর্থন অথবা বিরোধিতার রাস্তায় হাঁটবে না। কিন্তু দেশের সর্বত্রই তারা বিজেপিকে পরাজিত করার বার্তা দেবে।