ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইছিল। তবে বাংলার ওপর কোনও প্রভাব না ফেলে শেষ পর্যন্ত বাংলাদেশ উপকূলেই ল্যান্ডফল হয় মিধিলির। আর তারপরই একদিনে ২.৫ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতায়।
গতকাল আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি। তবে এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আগামী ক’দিনে যদিও তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু হু হু করে পারদ নামার সম্ভাবনা কম। আসলে নভেম্বরের শেষের দিকে বাংলায় যে শীত থাকে, নিম্নচাপের জেরে তা আর লক্ষ্য করা যাচ্ছিল না। নতুন করে নিম্নচাপ তৈরি না হলে ডিসেম্বর থেকেই শীতের ইনিংস শুরু হতে পারে।