আগামী বছর, রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। শুক্রবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই জল্পনা চলছিল যে, নতুন বছরেই উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। এদিন মুখ্যমন্ত্রী জানান, “দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের যা উচ্চতা দিঘার মন্দিরেরও সেই উচ্চতা রাখা হচ্ছে। সকলের খুব ভালো লাগবে। এপ্রিল মাসের মধ্যে এই মন্দির উদ্বোধন হয়ে যাবে।” বিগত ২০১৯ সালে দীঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে এবং এই কাজ করানো হবে হিডকো সংস্থাকে দিয়ে।
প্রসঙ্গত, তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে। পরবর্তীকালে বনদফতরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার। রথযাত্রার রুটও আগে ঠিক করে দিয়েছেন মমতা স্বয়ং।